মেঘ বালিকা


 












মেঘ বালিকা

বারো হাজার ফুট উপরে
খুব কাছ থেকে মেঘ দেখছিলাম।
নীল সাদা মেঘ,
এটি আমার দেখা প্রথম মেঘ নয়।
বহুবার দেখেছি,
একবার মেঘ ছুয়েও দেখেছিলাম।
পৃথিবীর সব দেশের মেঘ একি রকম দেখতে।
তবুও মেঘ গুলো দেখতে খুব ভালো লাগছিল।
বিমান বালার ডাকে ফিরে তাকালাম,
আমার জন্য কফি নিয়ে দাড়িয়ে আছে।
কফি নয় তার বুকে লাগানো নামের ব্যাজটিতে চোখ আটকে গেল!
তোমার নামেই বিমান বালার নামটি।
আমি যতই ফেরারি হতে চাই,
এ জীবন থেকে এবং তোমার থেকে
ততই স্মৃতির হ্যান্ডকাফে বন্দী হই।
তুমি নামের কারাগারে
আমার জন্য অপেক্ষা করে যাবজ্জীবন কারাদণ্ড ।
বিমান বালার হাত থেকে কফির কাপটি নিলাম।
এজ ইউজুয়াল একটি মিষ্টি হাসি দিয়ে চলে গেল বিমান বালাটি।
তার মিষ্টি হাসিটি ছিল একটি
ছদ্দবেশী নকল হাসি।
প্রতিদিন তাকে এভাবেই হাসতে হয়। অসংখ্য যাত্রীর হাতে তুলে দিতে হয় কফির কাপ।
বেশির ভাগ পুরুষ যাত্রীর কাছে কফির চেয়ে গুরুত্বপূর্ণ তার উন্নত বক্ষ বা নিতম্ব!
সে নিজেও জানে বিষয় টা।
কফির কাপটি হাতে দিয়ে বিমান বালাটি হারিয়ে গেল এয়ারবাসের কোন এক প্রান্তে।
কিছুদিন আগে ঠিক এমনি ভাবেই
তুমিও হারিয়ে গেলে।
ন্যানো সেকেন্ডের মধ্যেই ডিলিট করে সব কিছু।
কী আশ্চর্য ক্ষমতা তোমার!
চাইলেই গড়তে পারো
অথবা ধ্বংস!
বাই দ্যা ওয়ে
তুমি বিমান বালাটির চেয়েও সুন্দরী
অথবা যদি বলি, মেঘের চেয়েও তুমি সুন্দরী
তবে ভুল হবেনা।
যেখানেই হারিয়ে যাও,
মেঘ সরিয়ে আমিও তোমাকে খুজবো না।
কারণ আমি জানি,
পৃথিবীর কোন না কোন প্রান্তে
তোমার সাথে আমার দেখা হবে একদিন।
হয়তো এ শহরে বা পৃথিবীর কোন শহরে।
অথবা বারো হাজার ফুট উপরে
নীল সাদা কোন মেঘের মাঝে।
----------------------
১৫ ডিসেম্বর ২০২২
খুলনা

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।