এক দিনের সংসার

 এক দিনের সংসার


সুখের গহীনে গিয়া দেহি
আন্ধার
তোমার আর আমার
এক দিনের সংসার।
চান্দের আলোয় দেহা যায়
তোমার শ্যামলা মুখ
এহন তুমি কই থাকো?
খালি আমার বুক।
ধানের ক্ষেতের আইল দিয়া
চুলের বেনি দুলাও
পরান পাখি অহন তুমি
ভাতার নিয়া ঘুমাও।
রাইত বিয়ানে বাঁশ বাগানে
ভ্রমর করে খেলা
মনে তোমার নাই জানি
যে কথা দিসিলা।
নাকে যহন নোলক পড়ো
কি যে সুন্দর দেহায়
আলতা পায়ের নুপুর
পাগল কইরা ফালায়।
গেরাম থেইকা শহর
শহর থেইকা গেরাম
ক্রোশ ক্রোশ পথ
কোন বছর দেখছিলাম
তোমার প্রেমের রথ?
তোমার বুকের ধড়ফড়ানি
মুখে ভয়ের হাসি
বিশ্বাস করো চোখ বুজলেই
আমি খোয়াব দেহি!
এহনো জোনাক জ্বলে
লাগেনা ভালা
তুমি ছাড়া আমার জীবন
আন্ধার কালা।
আইবা তুমি?
আইবা আবার?
যাইবা আমার লগে?
হাত দুইটা ধরছিলাম মনে নাই কবে!
জ্যৈষ্ঠ'র পরেই আবার
আইবো আর এক আষাঢ়
তোমার আমার হইবো কি আর
এক দিনের সংসার!
............................
২০ ডিসেম্বর ২০২২

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।