এক দিনের সংসার
চান্দের আলোয় দেহা যায়
তোমার শ্যামলা মুখ
এহন তুমি কই থাকো?
খালি আমার বুক।
ধানের ক্ষেতের আইল দিয়া
চুলের বেনি দুলাও
পরান পাখি অহন তুমি
ভাতার নিয়া ঘুমাও।
রাইত বিয়ানে বাঁশ বাগানে
ভ্রমর করে খেলা
মনে তোমার নাই জানি
যে কথা দিসিলা।
নাকে যহন নোলক পড়ো
কি যে সুন্দর দেহায়
আলতা পায়ের নুপুর
পাগল কইরা ফালায়।
গেরাম থেইকা শহর
শহর থেইকা গেরাম
ক্রোশ ক্রোশ পথ
কোন বছর দেখছিলাম
তোমার প্রেমের রথ?
তোমার বুকের ধড়ফড়ানি
মুখে ভয়ের হাসি
বিশ্বাস করো চোখ বুজলেই
আমি খোয়াব দেহি!
এহনো জোনাক জ্বলে
লাগেনা ভালা
তুমি ছাড়া আমার জীবন
আন্ধার কালা।
আইবা তুমি?
আইবা আবার?
যাইবা আমার লগে?
হাত দুইটা ধরছিলাম মনে নাই কবে!
জ্যৈষ্ঠ'র পরেই আবার
আইবো আর এক আষাঢ়
তোমার আমার হইবো কি আর
এক দিনের সংসার!
............................
২০ ডিসেম্বর ২০২২
No comments:
Post a Comment