তুমি ও শীত
তোমার চোখে চোখ
আর হাতে হাত রাখবো
আমরা কিন্তু ঠিক সেখানে
সেই টেবিলেই বসবো।
তোমায় নিয়ে ভাবনা আর
স্বপ্নের জাল বুনবো
কাজের ফাকে আসছে শীতের
প্ল্যান গুলো সব করবো।
তৈরি থেকো আসছে শীতে
অনেক কিছুই ঘটবে
তোমায় নিয়ে আসছে শীত
ইতিহাস গড়বে।
............................
২৩ ডিসেম্বর ২০২২
No comments:
Post a Comment