একটি সেকেন্ড
কখনো কখনো তিনশো পয়ষট্টি দিন
শেষ হয়ে যায়,
তিন দশমিক পাঁচ সেকেন্ডে।
স্বপ্ন মিলিয়ে যায়
ন্যানো সেকেন্ডে।
জন্ম হয়
মৃত্যু হয়।
আবার জন্ম হয়
আবার মৃত্যু হয়।
কোন একটি সেকেন্ড
আমার শার্টের কলার ধরে
স্মরণ করিয়ে দেয়
একটি সেকেন্ড
ন্যানো সেকেন্ড
মিলি সেকেন্ড ও
মাইক্রো সেকেন্ডের ক্ষমতা।
প্রতি সেকেন্ডে আমি শব্দ হারাই
পথ হারাই।
প্রতি সেকেন্ড হাতে নিয়ে
আমার জন্ম হয়
আমার মৃত্যু হয়।
একটি সেকেন্ড
আমাকে কাধে হাত রেখে
স্মরণ করিয়ে দেয়
কেউ আছে
কেউ থাকবে।
-------------------------
১৪ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment