বৃষ্টি ও শীত
বৃষ্টির জল আর
চোখের জলে
একাকার হয়েছে তোমার বসন্ত
দেখা হয়নি প্রিয় মানুষটির সাথে
সেই বেদনায় আজও তুমি নীল হয়ে যাও।
তাই বৃষ্টি তোমার পছন্দ নয়।
যে মানুষটির জন্য নিজেকে সাজিয়েছিলে
বৃষ্টি বিবর্ণ করেছে
তোমার সেই প্রসাধন।
তাই বৃষ্টি তোমার অপছন্দের।
শীত তোমাকে বড় বেশি কষ্ট দেয়,
পাশে পড়ে থাকা মানুষটির উষ্ণতা থেকে।
শীত আসলে তুমি বড় বেশি শীতার্ত হও
তাই শীত তোমার পছন্দ নয়।
কোন এক বছর বৃষ্টি ও শীতের চোখ এড়িয়ে
তোমাকে নিয়ে যাবো
নাতিশীতোষ্ণ কোন দেশে।
যাবে আমার সাথে?
---------------------
১৬ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment