প্রজাপতি ডানা
হাতের মাঝে হাত থাকেনা
মনের মাঝে মন
তুমিই ছিলে আমার একটি
নন্দিত উপবন।
তোমার যত কষ্ট আছে
আমার বুকে রেখো
ক্যানভাসের ঐ নীল রঙে
রেখায় তুমি একো।
ভালো লাগার স্মৃতি গুলো
কখনো কি ভাবো?
পাগল করা বৃষ্টি হলে
এখনো রাত জাগো?
দুয়ে দুয়ে চার হয়
তোমার হয় পাঁচ
কান্না তুমি লুকিয়োনা
করতে পারি আঁচ।
তোমার বাড়ির সামনে দিয়ে
যখন আমি যাই
প্রথম দেখা সেই জানালা
এখন বন্ধ পাই!
কি পেলে আর কি হারালে
ভেবে কি আর হবে!
প্রজাপতি ডানা মেলে
আমার সাথে যাবে?
----------------------
৩১ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment