অনুভব














অনুভব

আমি আজ মাটি স্পর্শ করেছি
এক দিন বাতাস অনুভব করবো
কোন এক দিন সাগর স্নান।
একদিন পর্বত আহরণ,
হয়তো কোন দিন তোমার
আকাশে একাকার হবো।
তোমাকে নিয়ে একদিন রিক্সা ভ্রমণ করবো !
নগরের কোলাহলে তোমাকে শোনাবো -
একটি রঙিন পিঠের গল্প
তুমি মিটমিট করে হাসবে আর শুনবে।
পুরো শহরটা যখন উতসবে মেতে উঠে।
কিছু হলুদ চোখের কালো বিড়ালের নজরদারি ফাকি দিয়ে
আমি ক্রমেই হয়ে উঠি ফিউজিটিভ!
তোমার হাতে আমার হাত।
প্রগাঢ় কাটে রাত
অনিদ্রায় জাগে মন।
অনুভব হয় জঘন্য রকম সুন্দর।
যেন পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিছু হয়না।
এর চেয়ে সুন্দর কিছু হতে নেই!
এ শহরের প্রতিটি রাস্তা
প্রতিটি অট্টালিকা
পোস্টার
বিলবোর্ড
চীনেবাদাম
চায়ের দোকান জানে তোমার কথা।
আর জানে ভিনসেণ্ট ভ্যানগগ।
সূর্যমুখীর রঙে তুমি মিলিয়ে যাও।
অতঃপর নির্ঝরের স্বপ্ন ভংগ।
তোমার প্রস্থান!
আমার প্রশ্ন থেকে যায় হৃদয়ের মনপুরায়,
আবারও কি সদয় হবে কখনো?
-------------------------------
২৪ জানুয়ারি ২০২৩

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।