অনুভব
আমি আজ মাটি স্পর্শ করেছি
এক দিন বাতাস অনুভব করবো
কোন এক দিন সাগর স্নান।
একদিন পর্বত আহরণ,
হয়তো কোন দিন তোমার
তোমাকে নিয়ে একদিন রিক্সা ভ্রমণ করবো !
নগরের কোলাহলে তোমাকে শোনাবো -
একটি রঙিন পিঠের গল্প
তুমি মিটমিট করে হাসবে আর শুনবে।
পুরো শহরটা যখন উতসবে মেতে উঠে।
কিছু হলুদ চোখের কালো বিড়ালের নজরদারি ফাকি দিয়ে
আমি ক্রমেই হয়ে উঠি ফিউজিটিভ!
তোমার হাতে আমার হাত।
প্রগাঢ় কাটে রাত
অনিদ্রায় জাগে মন।
অনুভব হয় জঘন্য রকম সুন্দর।
যেন পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিছু হয়না।
এর চেয়ে সুন্দর কিছু হতে নেই!
এ শহরের প্রতিটি রাস্তা
প্রতিটি অট্টালিকা
পোস্টার
বিলবোর্ড
চীনেবাদাম
চায়ের দোকান জানে তোমার কথা।
আর জানে ভিনসেণ্ট ভ্যানগগ।
সূর্যমুখীর রঙে তুমি মিলিয়ে যাও।
অতঃপর নির্ঝরের স্বপ্ন ভংগ।
তোমার প্রস্থান!
আমার প্রশ্ন থেকে যায় হৃদয়ের মনপুরায়,
আবারও কি সদয় হবে কখনো?
-------------------------------
২৪ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment