তোমার অনুপস্থিতি
তুমি একদিন এ শহরে না থাকলে
শহরটা উচ্ছন্নে যায়
মানুষের ভাষা বদলে যায়।
উবার, সিএনজি, বাস, রিকশার চালকেরা
রাজ্যের দু:খ মুখে নিয়ে বসে থাকে
শহরের ব্যাস্ততম রাস্তায়।
যাবেন?
না, যামুনা!
তুমি একদিন এ শহরে না থাকলে
বাতাস ধর্মঘট করে
বৃষ্টি ধর্মঘট করে
উদাস বালকেরা অকারণে লাথি মারে
ঘুমন্ত রাস্তার কুকুরদের।
এরপর খিস্তিখেউড়!
তুমি একদিন এ শহরে না থাকলে
চায়ের কাপে মেলেনা ফিলিংস।
মামা! এটা কি বানাইছো??
কবিতা প্রস্থান নেয়
চলমান মেঘ থেমে যায়
ধূম্রজাল আচ্ছন্ন করে গোটা শহর।
তুমি একদিন এ শহরে না থাকলে
ধুলোঝড় শুরু হয়
ধুলোয় প্লাবিত হয়
হৃদয়
প্রসারিত হাত
অনন্ত অপেক্ষা।
তুমি একদিন এ শহরে না থাকলে
শহরটি নৃশংস হয়
মানব গুলো দানব হয়
তুমি না থাকলে
ভালবাসার দাহ হয়
কবিদের মৃত্যু হয়।
----------------------
২৫ ফেব্রুয়ারি ২০২৩
No comments:
Post a Comment