কোলাজ
তোমাকে ভাবলে
মহাদেব সাহার কথা মনে পড়ে
মনে পড়ে হেলাল হাফিজ আর
হুমায়ূন আহমেদের কথা।
এক কোটি বছর
তোমাকে না দেখার মাল্টিকালার কষ্টে
আমি যেন নন্দিত নরকের দিকে ধাবিত হই।
তোমাকে ভাবলে
জীবনানন্দের কথা মনে পড়ে।
কারণ তোমার জন্য আমিও তো সেই
হাজার বছর ধরে পথ হাটিতেছি
এই পৃথিবীর পথে।
তোমাকে ভাবলে
আমার শুভংকর হতে ইচ্ছে করে।
মনে হয় নন্দিনীর মত এই বুঝি
তুমিও বলবে - বড্ড হ্যাংলা!
তোমাকে ভাবলে
আমার ইচ্ছে করে নবীন কিশোর হতে।
বোতাম বিহীন ছেঁড়া শার্টে
তোমায় নিয়ে জোছনা দেখতে।
বিলেতে বসে আমি প্যারিসের চিঠি পড়েছি।
কিন্তু তোমার কোন চিঠি আমার বিলেতের ঠিকানায়
কোনদিন আসেনি।
শেষ বারের মত যে কবিতাটি আমি পড়েছিলাম,
সেটি ছিল সৈয়দ শামসুল হকের লেখা।
আমার জানতে বড় সাধ হয়
তুমি ভালো আছো তো এখন?
রচনা কাল
৬ অক্টোবর ২০২২
No comments:
Post a Comment