অন্ধকার

 


অন্ধকার


অতঃপর ফিরে এলাম
একটি দেশলাই বাক্স
আর একটি অন্ধকারের কাছে।
ওদের সাথে আমার দীর্ঘদিনের ভালবাসা।
কোন এক মোহে
একবার লোকালয়ে যেতে হয়েছিল আমাকে
সেখানে শুধুই ঝলমলে আলোক রশ্মি।
সেখানে দেশলাইয়ের প্রয়োজন হয়না
তাই আমি অন্ধকার ভুলে গিয়েছিলাম।
প্রচন্ড আলোয় বেমানান আমি
সঙ্গত কারণেই
ভস্ম হয়েছিলাম।
আহত শরীরে
এক টুকরো বেচে থাকার নিঃশ্বাস নিয়ে
কোন ভাবে অন্ধকারের কাছে এসে
আত্মসমর্পণ করি।
ততক্ষণে আমার দেহের নব্বই ভাগ
ঝলসে গেছে।
বিশেষ করে হৃদয়টা।
আর ডান হাত।
যে হাত দিয়ে কবিতা লিখতাম
বা লিখেছিলাম লোকালয়ের কাব্য।
আলোক রশ্মির কাব্য।
শেষ বারের মত পিছনে ফিরে যাতে চাইলাম
কারণ আমার দগ্ধ শরীর আরো ঝলসে গেছে
হয়তো পঁচানব্বই ভাগ!
এই পাঁচ শতাংশ সময়ে আর কতটা স্মরণ করা যায় !
হঠাৎ লক্ষ্য করলাম
অন্ধকার ভেদ করে
দুটি মানুষের ছায়া আমার দিকে এগিয়ে আসছে
এদের একজন দেশলাইয়ের কাঠি জ্বালালো
ক্ষীণ আলোয় তাকে চিনতে কষ্ট হলো না
ভিনসেণ্ট ভ্যানগগ।
ভিনসেণ্ট আমার হাতে একটি সূর্যমুখী তুলে দিল।
আর একজন ছিলেন হেলাল হাফিজ,
হেলাল হাফিজ অট্টহাসি দিয়ে বললেন -
অন্ধকার নেবে অন্ধকার!
হরেক রকম অন্ধকার আছে
অন্ধকার নেবে অন্ধকার.....
--------------------
৯ মার্চ ২০২৩

কবিতাটির অডিও শুনতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।