একা একা
মনের যোজন পথ
একা পাড়ি দেয়া যায়
একা একা কবিতা লেখা যায়
গুনগুনিয়ে গান গাওয়া যায়।
স্বপ্নের মাঝে পথ চলা যায়
বৃষ্টির জল ছোয়া যায়
হাসা যায়
কাদা যায়
বেদনায় বুদ হওয়া যায়
একা একা।
নীলিমার নীলে
নিজের সাথে কথা বলা
নিস্তব্ধ নির্জনে
নিজেকে হারিয়ে আবার খুঁজে পাওয়া
হৃদয়ের গোপন লকারে
দুঃখ জমা করা যায় একা একা।
অনন্ত আকাশে ঘুড়ি ওড়ানো যায়
একা একা
দুঃখ ব্যাংকের বোনাস নিয়ে
ভ্রমণ করা যায় একা একা।
মৃত্যুর কাছে নিজেকে
সপে যায় একা একা
জীবনের শেষ মুহুর্তটিও অনুভব করা যায়
একা একা।
শুধু ভালবাসা যায়না একা একা।
------------------
৬ মার্চ ২০২৩
No comments:
Post a Comment