একটি কথা
একটি কথা বলবে বলে
বলবে বলবে, বলবে করে
সেই কথাটি শুনবো বলে
শুনবো শুনবো, শুনবো বলে
তুমি আজ নেই নাগালে।
কি এমন কথা সেটা
রেখেছো অন্ধকারে
মনের সাথে যুদ্ধ করে
থাকি মনের কারাগারে।
তোমার কেন এমন স্বভাব?
আমায় করো ভস্ম
ডাক যদি পাই নীল আকাশের
নেবোনা না আর জন্ম!
চিড়ে আর ভিজবে না
তোমার সেসব কথায়।
তবু তুমি থাকবে আমার
ভালোবাসার মায়ায়।
১ জুন ২০২৩
No comments:
Post a Comment