বৃষ্টি এবং আমি
তুমি ফিরে গেলে
আমি বৃষ্টিস্নাত হলাম।
অনেক দিন পর বৃষ্টি এবং আমি
এক সাথে হাটলাম।
শিলের আঘাতে আমার আহত শরীরে।
ভিন্ন অর্থ আমার কাছে।
বৃষ্টি মানে অপেক্ষা আর
ভালোবাসা মানে মিথ্যা!
মিথ্যা বলা
মিথ্যা প্রতিশ্রুতি!
আমি সেই ভালবাসার রূপকার
একজন মিথ্যার প্রতিনিধি ।
তোমার সাথে আমার আর
বৃষ্টি স্নান হলোনা।
প্রার্থনা করি
বৃষ্টি শেষে তুমি আরও সবুজ হয়ে ওঠো।
সুন্দর হয়ে ওঠো।
আমি থাকবো,
তুমিহীন শ্রাবণ ধারায় কারো প্রতীক্ষায়।
প্রতীক্ষা ও বৃষ্টি এ দুটোই আমার প্রিয়।
প্রতীক্ষা আমাকে দুর্বল করে দেয়
বৃষ্টি আমাকে বাঁচতে শেখায়।
৯ জুন ২০২৩

No comments:
Post a Comment