স্টোনহেঞ্জ






স্টোনহেঞ্জ

পৃথিবীর সবচেয়ে প্রাচীন কথাটি
তোমাকে বলতে বলতে
আমি নিজেই এখন একটি
প্রাচীন কিছুতে পরিনত হয়েছি।
একটি আলিংগনের অপেক্ষা করতে করতে
নির্ঘুম আমি এখন হয়ে গেছি
স্টোনহেঞ্জ এর মত
সুদীর্ঘ কালের ইতিহাস।

তোমাকে ভুলে থাকতে
আমি ফেরারি হয়েছি।
ঢাকা থেকে ভেনিস
ভেনিস থেকে লিসবন
লিসবন থেকে প্যারিস।
প্যারিসের লুভার মিউজিয়ামে এসে মনে পড়েছে তোমার কথা।
এখানে আছে মোনালিসা।
বিখ্যাত আরও অনেক শিল্পকর্ম।
তোমার লুভার দেখার ইচ্ছে,
আমাকে বলেছিলে সে কথা।
তোমার সেই পেইন্টিংটি শেষ করতে পেরেছিলে?
ঐ যে? বৃষ্টির মাঝে হেটে চলা একজন ইংলিশ লেডি?
দারুণ এঁকেছিলে!
আমি মুগ্ধ হয়ে তোমার ক্যানভাসে
দেখেছিলাম রঙিন ও জীবন্ত বৃষ্টি।
আমার কেন যেন হয়, সেই পেইন্টিংটা ছিল
তোমারই একটি আত্মপ্রতিকৃতি।
হয়তো, লিওনার্দো দ্যা ভিঞ্চিও
মোনালিসার মাঝে নিজেকে ভেবেছিলেন।
জানিনা, এখন তুমি কোথায় আছো
কেমন আছো।
যদি কোনদিন প্যারিসে আসো
এই প্রত্যাশায় আমি প্যারিসের বাতাসে মিশিয়ে দিয়েছি
তোমার প্রিয় ফ্রেগনেন্স।
প্যারিসের মাটিতে তুমি যখন পা রাখবে
এই গন্ধ তোমাকে জানাবে
ফেরারি কোন হৃদয়
একদিন প্যারিসে এসেছিল।

রাশিয়ার পূর্বাঞ্চল সাইবেরিয়াতে গিয়ে
মনে পড়েছে তোমার কথা
তাপমাত্রা তখন হিমাংকের নিচে
মাইনাস পঞ্চাশ ডিগ্রিতে নেমেছে।
আমি নির্লিপ্ত দাঁড়িয়ে
তোমার কথা ভেবেছি।
সামান্য ঠান্ডাও তোমার কত অপ্রিয়
এটা ভেবে।
যদি কোনদিন অপ্রত্যাশিত ভাবে
বিশ্বের এই শীতল শহরে আসো
এ আশংকায় তোমার জন্য
পাতাহীন এক বৃক্ষের কাছে রেখে গেলাম
অদৃশ্য উষ্ণতা।
 
মিসর হয়ে নীলনদের প্রান্তে এসে
বেদনায় নীল হয়েছি তোমাকে ভেবে।
জুলিয়াস সিজারকেও একদা
ক্লিওপেট্রার প্রেমে
নীলাভ থেকে প্রগাঢ় নীল হতে হয়েছিল!
যদি কোন দিন, কোন এক ভ্রমণে মিসরে আসো
কায়রো অথবা আলেকজান্দ্রিয়া,
তবে জেনে রেখো-
এদেশের আকাশে তোমার জন্য
রাখা আছে
হেমন্তের মুগ্ধতা।
 
ইংল্যান্ডের উইল্টশায়ারে
স্টোনহেঞ্জ এর সামনে দাড়িয়ে
মনে পড়েছে তোমাকে।
সহস্র বছর ধরে মূর্তিমান
কিছু পাথর দাঁড়িয়ে আছে এখানে।
নিজেকেও একটি দণ্ডায়মান পাথর মনে হচ্ছিল আমার।
কেন এত কিছু মনে রাখতে হয়!
কেনই বা মনে রাখি আমরা!
যদি কোনো দিন এখানে আসো
তবে খুঁজে নিতে পারবে আমায়।
ওখানে একটি পাথরই থাকবে,
যার শরীরে লেখা থাকবে
অনন্তকালের জন্য
তোমারই উপাখ্যান।
 
----------------------
১৫ জুলাই ২০২৩

কবিতাটির অডিও শুনতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।