সূর্যমুখীর কবি
তুমিও নদী সাগর কিংবা
মহাসাগরের মতোই
প্রতিশ্রুতিহীন।
একরোখা বহমান।
নির্বিঘ্নে হাসতে পারো
যুগল চোখের নীল মাস্কারায়
অনুশোচনাহীন।
কেমন আছো?
কোন মোহনায়?
টাইগ্রিস না নীল নদ!
আমার চিরকুট গুলো
কোথায় মিশে গেছে,
আটলান্টিক না প্রশান্ত মহাসাগরের
নোনা জলে?
আমি প্রতিশ্রুতি রেখেছি
এখনো কবিতা লিখছি
শুধুমাত্র তোমার রাজসভার
রাজকবির পদ থেকে অব্যহতি নিয়েছি।
এখন আমি সূর্যমুখীর কবি।
হলুদ পথের প্রান্তর বেয়ে
ফিরে দেখি নীল অতীত।
তবে একটি কথা জেনো
মনে রেখো
এখনো আমার কাছে
বৃষ্টি মানেই তুমি।
--------------------
১৮ নভেম্বর ২০২৩
No comments:
Post a Comment