নীল জোছনায় বৃষ্টি
চোখ দুটো দিলাম তোমায়
দেখো তাবৎ সৃষ্টি
ভালোবাসার রংধনু আর
নীল জোছনায় বৃষ্টি।
চোখ দুটো দিলাম তোমায়
মন যদি হয় আবছা
চোখের তারায় চোখ হারাবে
সুর হবেনা ঝাপসা।
হাত দুটো বাড়িয়ে দিলাম
যদি থাকি রণে
পথ হারালেই টেনে নেব
প্রবল আলিংগনে।
--------------------------
২৩ নভেম্বর ২০২৩
No comments:
Post a Comment