একজন বরুনা
ফিরেই যদি যাবে
তবে কেন এসেছিলে?
কেন আমার অনন্ত নীল আকাশ
বিবর্ণ করলে?
আমার ক্লান্ত দিন ম্লান হয়
মায়াবী জোছনায়
আমার শব্দেরা প্রত্যাখ্যান করে কবিতা।
নগরের প্রচন্ড কোলাহলে
আমি ক্লান্ত হই তোমাকে খুঁজে ফিরে।
এই শহরে তোমার সাথে আমার
স্মৃতিরা সব ফিনিক্স পাখি হয়ে উড়ে গেছে
যাযাবর মেঘের সাথে।
কোথায় আছো
কেমন আছো
জানিনা!
পৃথিবীটা
এক
মুহূর্তেই যেন
প্লাস্টিক সার্জারি
করিয়ে নিল।
সব অচেনা
ভীষণ অচেনা
অদ্ভুত অচেনা
তুমিহীন
বদলে যাওয়া এ পৃথিবীতে।
এখন
আমিও একজন
ভিনসেণ্ট ভ্যান গগ।
পার্থক্য শুধু
আমি কখনো
সূর্যমুখীর হলুদে
তোমাকে খুজবোনা।
চিরকুটে লিখে যাবো -
তুমিও বরুনা হলে
তাই ভীরুর মত পালিয়ে গেলে।
--------------------------
৭ সেপ্টেম্বর ২০২৩
No comments:
Post a Comment