বুঝবে শুধু লিজেন্ড - 17
তুমি কেমন করে
গান করো হে গুণী
আমি কান পেতে শুনি!
সুপারি গাছ দাও ভরি
হাতে হারিকেন
পশ্চাতে বাঁশ
আমরা নিয়ে ঘুরি!
তোমার আকাশ
তোমার ঘুড়ি
ক্ষমতার জোরে
জনতার মন চুরি।
চুষতে চুষতে
জিহবা করে ক্ষত
বানিয়ে বানিয়ে
মনের কথা যত।
জোর যার
মুল্লুক তার হয়
জয় বাংলার
এভাবেই হয় ক্ষয়।
বাঁশ বাগানের মাথার উপর
চাঁদ উঠেছে ঐ
নবান্ন আর আসবে কবে
নিয়ে বিন্নি খই!
----------------------------
১১ সেপ্টেম্বর ২০২৩
No comments:
Post a Comment