তারাময় রাত


 









তারাময় রাত

অতঃপর
ভিনসেণ্ট ভ্যান গগের
মৃত্যু রহস্য উন্মোচিত হলো
তার মৃত্যুর কারণ ছিল অপেক্ষা!
যদিও পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী
গুলির আঘাত ছিল মৃত্যুর কারণ।
অথচ একশত তেত্রিশ বছর
ইতিহাস, এ সত্যের কথা
বেমালুম চেপে গিয়েছিল পৃথিবীর কাছে।
ভিনসেণ্টের অপেক্ষা ছিল
দ্যা স্ট্যারি নাইট অর্থাৎ
একটি তারাময় রাতের।
যে তারাময় রাত ভিনসেণ্ট কোনদিন দেখেনি
তার শোবার ঘরের জানালা দিয়ে।
নীল আর হলুদে মোড়ানো
এ রাত ছিল ভিনসেণ্টের সৃষ্টি।
এ রাতে ভিনসেণ্ট কারো অপেক্ষায় ছিল।
যেমন তোমার অপেক্ষায় থাকি আমি!
আমি শুধু অপেক্ষার কাছে ঋণী
শরত হেমন্ত
শীত ও বসন্ত পেড়িয়ে
একবিংশ শতাব্দীর
বিপুল কোলাহলের
কোন এক শহরে
খুব নিরবে
অপেক্ষাই আমাকে বাঁচতে শিখিয়েছে।
কোন একদিন তুমি
আমার বুকে অকারণেই
পাথর চাপা দিয়েছিলে
কোন কিছু বুঝে ওঠার আগেই।
আমি স্তব্ধ হয়েছিলাম
নির্বাক হয়েছিলাম।
পরে জেনেছিলাম
সে পাথর চাপার পেছনে ছিল
তোমার চাপা কান্না।
মানুষের জীবনে এত চাপা কান্না
কোথায় থাকে!
বলতে পারো?
আমি শুধু অপেক্ষার কাছে ঋণী
তোমার অপেক্ষায়,
অপেক্ষাই আমাকে বাঁচতে শিখিয়েছে
যদি কোনদিন আমার হাত ধরে
একটি তারাময় রাত দেখতে চাও
যদি কোনদিন আমার সাথে ফ্রান্সের
অভর-সু-অইস গ্রামে হাটতে চাও
যদি কোনদিন মুক্তো আকাশের নিচে
প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাও
তবে নীল কুর্তিতে চলে এসো
প্রতিজ্ঞা করছি,
সেদিন পৃথিবীর ক্যানভাসে আকা হবে
আরও একটি তারাময় রাত।
-----------------------------
২৭ অক্টোবর ২০২৩

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।