তারাময় রাত
অতঃপর
ভিনসেণ্ট ভ্যান গগের
তার মৃত্যুর কারণ ছিল অপেক্ষা!
যদিও পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী
গুলির আঘাত ছিল মৃত্যুর কারণ।
অথচ একশত তেত্রিশ বছর
ইতিহাস, এ সত্যের কথা
বেমালুম চেপে গিয়েছিল পৃথিবীর কাছে।
ভিনসেণ্টের অপেক্ষা ছিল
দ্যা স্ট্যারি নাইট অর্থাৎ
একটি তারাময় রাতের।
যে তারাময় রাত ভিনসেণ্ট কোনদিন দেখেনি
তার শোবার ঘরের জানালা দিয়ে।
নীল আর হলুদে মোড়ানো
এ রাত ছিল ভিনসেণ্টের সৃষ্টি।
এ রাতে ভিনসেণ্ট কারো অপেক্ষায় ছিল।
যেমন তোমার অপেক্ষায় থাকি আমি!
আমি শুধু অপেক্ষার কাছে ঋণী
শরত হেমন্ত
শীত ও বসন্ত পেড়িয়ে
একবিংশ শতাব্দীর
বিপুল কোলাহলের
কোন এক শহরে
খুব নিরবে
অপেক্ষাই আমাকে বাঁচতে শিখিয়েছে।
কোন একদিন তুমি
আমার বুকে অকারণেই
পাথর চাপা দিয়েছিলে
কোন কিছু বুঝে ওঠার আগেই।
আমি স্তব্ধ হয়েছিলাম
নির্বাক হয়েছিলাম।
পরে জেনেছিলাম
সে পাথর চাপার পেছনে ছিল
তোমার চাপা কান্না।
মানুষের জীবনে এত চাপা কান্না
কোথায় থাকে!
বলতে পারো?
আমি শুধু অপেক্ষার কাছে ঋণী
তোমার অপেক্ষায়,
অপেক্ষাই আমাকে বাঁচতে শিখিয়েছে
যদি কোনদিন আমার হাত ধরে
একটি তারাময় রাত দেখতে চাও
যদি কোনদিন আমার সাথে ফ্রান্সের
অভর-সু-অইস গ্রামে হাটতে চাও
যদি কোনদিন মুক্তো আকাশের নিচে
প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাও
তবে নীল কুর্তিতে চলে এসো
প্রতিজ্ঞা করছি,
সেদিন পৃথিবীর ক্যানভাসে আকা হবে
আরও একটি তারাময় রাত।
-----------------------------
২৭ অক্টোবর ২০২৩
No comments:
Post a Comment