বৃষ্টির প্রতিশ্রুতি
তুমি বলেছিলে
''তোমার কবিতার মাঝে
আমাকে বাচিয়ে রেখো প্লিজ''
তোমাকে বাচিয়ে রাখতে
আমি বৃষ্টিকে বলেছিলাম,
কারণ, কোন এক বৃষ্টির মাঝেই
আমার জন্ম হয়েছিল।
কোন এক বৃষ্টির মাঝে
আমি প্রথম কোন এক
মানবীকে ভালোবেসেছিলাম।
কোন এক বৃষ্টির মাঝেই
আমার প্রথম দেখা হয়
ভিনসেণ্ট ভ্যান গগের সাথে।
সেই থেকে অদ্যাবধি
বৃষ্টি আমায় করে
সিক্ত নীলাম্বরী।
অনন্ত নীলাদ্রি চুড়ায়
অন্তরীক্ষ থেকে
বৃষ্টি আমায় দান করে
অবিরত জলরাশি।
তোমাকে বাচিয়ে রাখতে
আমি অনন্তকাল ধরে
বৃষ্টি স্নাত হবো।
তোমাকে বাচিয়ে রাখতে
আমার হৃদয় গভীর
আবৃত হবে কবিতার আভরণে।
তুমি যখন নির্লিপ্ত লোমশ কারো বুকে
আমি আর ভিনসেণ্ট
প্যারিসের পথে খুঁজে পাই আমাদের
অনাকাঙ্ক্ষিত কোন বৃষ্টির মাঝে।
No comments:
Post a Comment