বিজয়














বিজয়

আমি বিজয় দেখেছি
তোমার ভালোবাসায়
আর ঘৃণায়।
আমি বিজয় দেখেছি
তোমার না বলা কষ্টে
আর ক্ষীণ হাসিতে।
আমি বিজয় দেখেছি
তোমার সুপ্ত বাসনায়
কোন এক কামনায়।
আমি বিজয় দেখেছি
তোমার ক্রোধ
আর অভিমানে।
আমি বিজয় দেখেছি
তোমার চলে যাওয়ায়
আবার ফিরে আসায়।
আমি বিজয় দেখেছি
তোমার সৌন্দর্যে
আর দৃষ্টিতে।
আমি বিজয় দেখেছি
তোমার সবুজ শরীরে
আর লাল ঠোঁটে।
---------------------------
১২ ডিসেম্বর ২০২৩

No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।