বিজয়
আমি বিজয় দেখেছি
তোমার ভালোবাসায়
আর ঘৃণায়।
আমি বিজয় দেখেছি
তোমার সুপ্ত বাসনায়
কোন এক কামনায়।
আমি বিজয় দেখেছি
তোমার ক্রোধ
আর অভিমানে।
আমি বিজয় দেখেছি
তোমার চলে যাওয়ায়
আবার ফিরে আসায়।
আমি বিজয় দেখেছি
তোমার সৌন্দর্যে
আর দৃষ্টিতে।
আমি বিজয় দেখেছি
তোমার সবুজ শরীরে
আর লাল ঠোঁটে।
---------------------------
১২ ডিসেম্বর ২০২৩
No comments:
Post a Comment