আমায় যদি মনটি দিতে
নির্জনে নিশী পদ্মে
তোমাকে হারাই
নীল অভিমানে
নাগরিক কোলাহলে
আমি খুঁজে ফিরি
হয়তো তুমি মগ্ন তখন
নীলিমার নীল কাব্যে।
পাতায় পাতায় ফিরে পেতে চাও
এক যুগ পাঁচটি বছর।
যা একেবারেই অলিক ও অর্থহীন।
তুমি হয়তো ভুলেই গেছো,
পৃথিবীতে এখনো ফুল ফোটে।
তোমার জানালায় উঁকি দেয় বসন্ত।
গংগা ফড়িং তোমার জন্য বয়ে আনে
অজস্র সূর্যমুখীর হলুদ।
আর আমি?
নীল অভিমানে
নাগরিক কোলাহলে
খুঁজে ফিরি তোমাকেই।
আমায় যদি মনটি দিতে
আমি তোমাকে দেখতাম
আকাশের রঙ কত নীল!
-------------------------
৪ ডিসেম্বর ২০২৩
পেইন্টিং: শহরে আগন্তক
এক্রেলিক অন ক্যানভাস
No comments:
Post a Comment