আমার শরত হেমন্ত
শীত বা বসন্তের
পৃথক কোন রঙ নেই।
সবই ধূসর।
সাদা কালো টেলিভিশনের জায়গা
এরপর এইচডি ফোর কে আরও কত কী এসেছে!
ঠিক করে এখনো তাদের নামও জানা হয়ে ওঠেনি।
রঙের ঝলসানিতে শহর, মানুষ, জীবন, আকাশ, বাতাস, জোছনাও হয়ে ওঠে হাই ডেফিনিশন রঙিন।
ফিল্টারের এ-যুগে
কৃষ্ণকলি হয়ে ওঠে স্বপ্নের হাতছানি।
শুধু আমিই ধূসর রয়ে গেলাম।
ধূসর আমার জীবন
ধূসর আমার দৃষ্টি
ধূসর আমার আলিংগন।
আমার ধূসর জীবনে নেই
জীবনানন্দের পদচারণা
অথবা জিম মরিসনের।
কোন এক দিন ভুল করে
একজন রমনী আমার ধূসর পথে
পথ হারিয়ে ফেলেছিলেন।
রমনীর সম্বল ছিল
একটি বিশেষ আলিংগন।
কোন এক ভর দুপুরে
কয়েক ডজন চোখ ফাকি দিয়ে তার প্রেমিক তাকে দিয়েছিলেন
একটি স্বর্গীয় আলিংগন।
সেই থেকে আজ অব্দি
রমনী পথ হেটে চলেন।
কিসের আশায় জানিনা।
হয়তোবা আরও একটি আলিংগনের
অথবা তার হারিয়ে যাওয়া প্রেমিকের।
আমি তাকে বলেছিলাম -
আমার ধূসর থেকে ধূসরতম
জীবনের গল্প।
যেখানে স্বপ্ন নেই
স্বপ্নের মাঝে জোছনা নেই
জোছনার মাঝে আলিংগন নেই।
আলিংগনের মাঝে স্বর্গ নেই।
আমার ধূসর পথ ধরে রমনী হেটে চলেছেন
কোন এক রঙিন গন্তব্যে।
আর ভিনসেণ্ট আমার দিকে তাকিয়ে হাসছে।
তার হাসিতে কেপে ওঠে আমার ধূসর পথ।
আমার কাধে হাত রেখে ভিনসেণ্ট বলে-
বন্ধু আমার, ধূসরতাও একটি রঙ।
---------------------
২৮ ডিসেম্বর ২০২৩
No comments:
Post a Comment