বসন্ত ফিরে গেছে
বসন্ত ফিরে গেছে
আমাকে বিদায় জানিয়ে।
এখন আমার দরজায় কড়া নাড়ে
ক্রেডিট কার্ডের বিল
অন্তত মিনিমাম পেমেন্ট
গ্যাস, ইলেক্ট্রসিটি, ডিশ বিল
মুঠোফোন
ময়লার বিল
এই বিল সেই বিল
হিডেন বিল
হাজারো বিল
ফাইল ভর্তি শুধুই
রঙ বেরঙের
বিল আর বিল।
হাসপাতালের বিল
এক কাপ চায়ের বিল
পাবলিক টয়লেটে
হালকা হওয়ার বিল।
স্মৃতির বিলও হয়েছে ঢের
মনে রাখার
ভুলে যাওয়ার
ভুল করে স্বপ্ন দেখার
ভুল মানুষকে ভালোবাসার
জন্ম থেকে অদ্যাবধি
কথা রাখতে না পারার বিল
জন্মের বিল
মৃত্যুর বিল
এবং
গোটা জীবনের
ভুলের খেসারতের বিল।
------------------------
২৯ ডিসেম্বর ২০২৩

No comments:
Post a Comment