আমার বাবা
বাবা,
বলতে পারো,
দিনটি কেন এমন হলো?
আমার তো কাল
মাঠে থাকার কথা ছিল!
রঙিন সুতোয় ঘুড়ি
আর গুড়ের সাথে মুড়ি
লাল আগুনে ঝলসে গেল
মায়ের হাতের চুড়ি।
জীবনটা তো দেখলামই না
মিস করবো তোমায়
জানি তুমি কষ্ট পাবে
আমায় ছেড়ে থাকায়।
মা আর আমি ভীষণ কষ্ট
সহ্য করে ছিলাম
দহন লালে তোমায় দেখে
কষ্ট ভুলে ছিলাম।
দগ্ধ হওয়ার তীব্র জ্বালা
না যেন পায় কেউ
তোমার মত বাবা যেন
না হারায় আর কেউ।
কত কিছু করার ছিল
আসছে ঈদে এবার
কোত্থেকে এক আগুন এসে
সব করলো চুরমার।
বাবা,
লাল আগুনে দেখলে কেমন
তোমার ছেলের মুখ
মায়ের চোখে দেখছিলে কি
জমানো সেই সুখ।
দগ্ধ হওয়ার তীব্র জ্বালা
আমি অনেক ছোট
আমায় কেন জ্বলতে হলো
প্রমিথিউসের মত।
আমার মায়ের স্বপ্ন গুলো
রঙিন হলো লালে
অভাগিনী মা টি আমার
একলা গেল চলে।
আমি ভীষণ ভয় পেয়েছি
লাল আগুনে থাকতে
একটু শুধু পথ খুঁজেছি
তোমার বুকে আসতে।
তুমি কেন গরীব বাবা
হওনি কেন নেতা?
নেতা হলে তুমিও দিতে
আগুন যেথা সেথা!
মরলে মরতো অন্যের শিশু
তোমার তাতে কী
ক্ষমতা! ক্ষমতার জন্য
শো ডাউন আর কী!
পর জনমে দানব হয়ো
থাকবো আমরা সুখে
মুতে দিও এই দেশ আর
হারামিদের মুখে।
No comments:
Post a Comment