আমার বাবা


 









বাবা,
বলতে পারো,
দিনটি কেন এমন হলো?
আমার তো কাল
মাঠে থাকার কথা ছিল!
পাড়ার ঐ খেলার মাঠে
আমি আর খেলবোনা
বন্ধুরা আর নামটি ধরে
কেউ কোন দিন ডাকবেনা।
রঙিন সুতোয় ঘুড়ি
আর গুড়ের সাথে মুড়ি
লাল আগুনে ঝলসে গেল
মায়ের হাতের চুড়ি।
জীবনটা তো দেখলামই না
মিস করবো তোমায়
জানি তুমি কষ্ট পাবে
আমায় ছেড়ে থাকায়।
মা আর আমি ভীষণ কষ্ট
সহ্য করে ছিলাম
দহন লালে তোমায় দেখে
কষ্ট ভুলে ছিলাম।
দগ্ধ হওয়ার তীব্র জ্বালা
না যেন পায় কেউ
তোমার মত বাবা যেন
না হারায় আর কেউ।
কত কিছু করার ছিল
আসছে ঈদে এবার
কোত্থেকে এক আগুন এসে
সব করলো চুরমার।
বাবা,
লাল আগুনে দেখলে কেমন
তোমার ছেলের মুখ
মায়ের চোখে দেখছিলে কি
জমানো সেই সুখ।
দগ্ধ হওয়ার তীব্র জ্বালা
আমি অনেক ছোট
আমায় কেন জ্বলতে হলো
প্রমিথিউসের মত।
আমার মায়ের স্বপ্ন গুলো
রঙিন হলো লালে
অভাগিনী মা টি আমার
একলা গেল চলে।
আমি ভীষণ ভয় পেয়েছি
লাল আগুনে থাকতে
একটু শুধু পথ খুঁজেছি
তোমার বুকে আসতে।
তুমি কেন গরীব বাবা
হওনি কেন নেতা?
নেতা হলে তুমিও দিতে
আগুন যেথা সেথা!
মরলে মরতো অন্যের শিশু
তোমার তাতে কী
ক্ষমতা! ক্ষমতার জন্য
শো ডাউন আর কী!
পর জনমে দানব হয়ো
থাকবো আমরা সুখে
মুতে দিও এই দেশ আর
হারামিদের মুখে।
---------------------------
৭ জানুয়ারি ২০২৪

কবিতাটির অডিও শুনতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।


No comments:

Post a Comment



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।