উষ্ণতায় মোড়া শীত
জীবনানন্দ দাশ তার কবিতায় লিখেছিলেন -
এই সব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে;
দুঃস্বপ্ন আর দুঃখবোধ।
যেমন ভাবে তোমার শীতে আসে উষ্ণতার চাদর
যাকে তুমি চাইলেই
শরীরে জড়িয়ে নিতে পারো।
আমার শীত একেকটি বিরহের কবিতার মত
যেখানে কোন শব্দের ফায়ার প্লেস নেই
আছে শুধু পৌষ ও মাঘের উপহাস।
তোমার আছে উষ্ণতার চাদর
চাইলেই তোমার নরম ইদারা যেখানে
বৈশাখে রূপান্তর হয়ে যায়।
আমার শীত কাব্য হীন কুয়াশায় মোড়া
বরফ সাদা পথ ধরে হেটে যায়
যোজন যোজন কিলোমিটার
তোমার আছে উষ্ণতার চাদর
চাইলেই যার উত্তাপ পাও নিতম্ব আর বুকে।
তবে তাই হোক
পৃথিবীর সমস্ত শীতের একচ্ছত্র অধিপতি হও তুমি।
এবং উষ্ণতার চাদর হোক তোমার ইচ্ছের দাস।
আমি পৃথিবীর সমস্ত শীত বিসর্জন দিয়ে হয়ে যাবো
কোন এক পাতাহীন বৃক্ষ।
ঠিকানা বিহীন এক গন্তব্য।
----------------------------
২১ জানুয়ারি ২০২৪
No comments:
Post a Comment