রঙ
নীল যদি হয় দু:খ
কালো শুক্লপক্ষ
খয়েরী যদি মাটি
হলুদ তোমার বক্ষ।
নীল যদি হয় কান্না
ধুসর তবে কী?
গোলাপ হাতে গোলাপিতে
চক্ষু বুজেছি।
নীল যদি হয় কষ্ট
সাদা যদি শান্তি
রংধনুর ঐ সাতটি রঙে
মুছে ফেল ক্লান্তি।
-------------------------
২২ জানুয়ারি ২০২৪
No comments:
Post a Comment