ঝিরিঝিরি বৃষ্টির মতো
টুকরো অতীত গুলো উড়িয়ে দিও
কোন এক মেঘলা দিনে।
চোখের কোনে জমে থাকা
সহস্র বছরের জল
কোন এক মাধুকরী দুপুরে।
হৃদয় দুয়ার উন্মুক্ত করে দাও
রবীন্দ্র সরোবরে
ভেসে যাক যাতনা যত
এবং যা কিছু ধুসর।
নুপুর জোড়া
জড়িয়ে নাও পায়ে
ধ্রুপদী নাচের তালে
উড়ন্ত চুলে
বাতাসে তোল কম্পন
মেঘ থাকবে না থাকবে না গর্জন
শুধু পৃথিবী নত হয়ে আসবে
তোমার কাছে।
----------------------------
২৬ জানুয়ারি ২০২৫
No comments:
Post a Comment