না হয় এক খন্ড জমি নেই
উন্মুক্ত বাতাস তো আছে
স্বপ্নপুরী নাইবা হলো
ডালপুরি তো আছে
ব্যাংকে টাকা নেই
শুন্য পকেট তো আছে।
ভালোবাসা না হলেও
দু:খ বিলাস আছে
একটিও যদি হাত না থাকে
অবারিত পথ আছে।
মায়া না থাকলেও
ছায়া তো আছে।
বসন্ত না থাকলে
গ্রীষ্ম আছে।
তুমি না থাকলেও
গোটা বিশ্ব আছে।
---------------------------
২৮ জানুয়ারি ২০২৫
No comments:
Post a Comment