আঁধারে খুঁজো না
পথ বা গন্তব্য
নিজের কাছে প্রশ্ন রেখে
নিজেই উত্তর দাতা হও।
ভেনাস হয়ে
তুমি যার প্রাণের স্পন্দন।
অসহ্য এক সুন্দরের জন্য
তৈরি হও
পিছনে ফেলে বৈরী সময়।
মলিন অবনী প্রাণ ফিরে পাক
প্রজাপতির ডানায়।
---------------------------
২ ফেব্রুয়ারি ২০২৫
No comments:
Post a Comment