তুমি ফিরে আসবে
এমন সম্ভাবনা ক্ষীণ
তবুও কাটে রাত
কাটে দিন।
চোখের জলে কাটিয়ে দিলে
পনেরো শো দিন
তবুও স্মৃতি
হয়না বিলীন।
স্মৃতি বড্ড
হতচ্ছাড়া তাইনা?
স্মৃতির ভীড়ে
তোমায় খুঁজে পাইনা।
ফিরে যদি আসো
কখনো অবেলায়
তোমায় নিয়ে হাটবো
হাটবো নীলিমায়।
---------------------------
২৯ জানুয়ারি ২০২৫
No comments:
Post a Comment