যদি ফিরে আসো
কোথায় ছিলে?
কেন এলে,
এই হিমালয়ে?
রাত ফুরিয়ে দিন
গ্রীষ্ম বর্ষা হেমন্ত পেরিয়ে
আমি পুড়ি বসন্তের অনলে।
কোথায় আছো?
কার বক্ষে,
শীতের উষ্ণতায়?
ঝরা পাতা উড়ে যায়
দখিন হাওয়ায়।
একটি আলিংগনের
আশায় আমার
অনন্ত প্রহর যায়
বৃষ্টি ভেজা হয়নি তাই
তোমার প্রতীক্ষায়।
মানুষ কেন ভালবাসে?
কি আছে সংগমে?
কেন মানুষ হেটে চলে
প্রেমের রণাঙ্গনে!
চাওয়া পাওয়ার
হিসেব গুলো
আপেক্ষিক কেন?
তোমার কথা ভাবলে
চোখে জল আসে জেনো।
সত্যিই যদি ফিরে আসো
আমার পুনর্জন্মে
সত্তর হুর ফিরিয়ে দেব
শুধু তোমার জন্যে।
-----------------------
২০ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment