তোমার নিরবতা
সাগর মন্থর হয়
তোমার নিরবতায়
শঙ্খচিল থেমে যায়
নীল বেদনায়।
সৌন্দর্য
সৌন্দর্য হারায়
তোমার নিরবতায়
কি এক ছলনায়!
এ শহর প্রতারক হয়
তোমার নিরবতায়
কেউ একজন খুঁজে ফেরে
শুধুই তোমায়।
ধবল জোছনা
হলুদ মেখে
আনমনা হয়ে যায়
তোমার নিরবতায়।
একটি কলম
নতুন পৃষ্ঠা
শব্দেরা হারায়
তোমার নিরবতায়।
ফিরে এসো
তুমি হয়ে
আমি অপেক্ষায়
তোমার নিরবতায়।
------------------
১ মার্চ ২০২৩
No comments:
Post a Comment