আমার জোনাকি দৃষ্টি
আমি বহুদিন আমার পায়ের পাতা দুটো দেখিনি!
যে পাতার উপর আমি দাড়িয়ে আছি এই নশ্বর পৃথিবীতে।
শেষ কবে নিজেকে নিয়ে ভেবেছি
অথবা নিজেকে দেখেছি প্রতিবিম্বে
মনে পরেনা।
বৃষ্টি দেখে আনমনা হয়েছিলাম, জানা নেই।
মনে পরেনা
প্রাণ খুলে শেষ বারের মত কবে হেসেছিলাম।
আমার স্বপ্ন বাড়ি
রথের মেলা
নতুন জামা
প্রথম খেলনা
এরা সব কোথায় হারালো!
স্মৃতি যেন মিটিয়ে দিয়েছে সব।
আমার একটি গাছ ছিল
সে গাছের একটি ছায়া ছিল
আমার একটি পথ ছিল
সে পথের একটি মায়া ছিল।
ছায়া ও মায়ার কোন গল্পই
আজ মনে পরেনা আমার।
আমার জোনাকি দৃষ্টি ম্লান হচ্ছে।
স্বপ্ন গুলো হচ্ছে নীল।
কবে ছেড়ে এসেছি জানিনা
তিন প্রহরের সেই বিল।
শৈশব কৈশোর যৌবন পেড়িয়ে
আমি এখন, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি!
সংগ্রাম ও ভালবাসায় ক্লান্ত
একজন ভিনসেণ্ট ভ্যানগগ।
-------------------
৪ মার্চ ২০২৩
No comments:
Post a Comment