ছলনা
মনের মাঝে
মন থাকেনা
আমার একলা
আকাশ
বাকা চোখের
দৃষ্টি দিয়ে
ছড়াও দুষ্ট
বাতাস।
আমার দুটো
ডানা আছে
আছে গোটা
বিশ্ব
আমি যেদিন
মেলবো পাখা
তুমি হবে
নিঃস্ব।
ওগো প্রিয় ললনা,
আর কতকাল
দেখবো তোমার
সকাল সন্ধ্যা
ছলনা!
-----------------------
২৬ জুন ২০২৩
No comments:
Post a Comment