তুমি আমার বৃষ্টি হবে?
তুমি আমার বৃষ্টি হবে?
বৃষ্টি জলের ছিটে হবে?
মেঘ বরষার মাতাল হাওয়ায়
প্লাবন হয়ে ভাসিয়ে নেবে
অতল কোন মন গভীরে?
বৃষ্টি স্নাত আমার বুকে
পাষাণী ঐ মুখ লুকোবে?
শ্রাবণ ধারায় উদাস হলে
এসো আমার মন সাগরে।
তুমি আমার বৃষ্টি হবে?
বৃষ্টি দেখার সাথী হবে?
দেখবে চেয়ে আকাশ পানে
কেমন করে বৃষ্টি ঝরে
আমরা যখন বৃষ্টি স্নানে!
---------------------
২৮ জুন ২০২৩
No comments:
Post a Comment