বৃষ্টি
বৃষ্টি পড়ছে অবিরাম
হাতে রাখো হাত
মেঘ বালিকা ভালোবেসে
তোমায় দিলাম নাম।
তোমার জন্য যখন নামে
এক পসলা বৃষ্টি
বুঝে নিও বৃষ্টি তা নয়
তোমার জন্য সৃষ্টি।
বৃষ্টির জল ধুয়ে দেবে
এই শহরের ছবি
মেঘ বালিকার ইতিহাস
লিখবে কোন কবি।
মেঘ বালিকা বৃষ্টি আর
একটি আলিংগন
ফেরারি মন শূন্য হাতে
ভাবে সারাক্ষণ।
----------------------
২ জুলাই ২০২৩
No comments:
Post a Comment