ভালোবাসার আর্টিফ্যাক্ট
একশত তেত্রিশ বছর পর
কোন এক তৃষিত তিমিরে
সন্ধান মেলে প্যাপিরাসে লেখা
একটি প্রাচীন সিক্রেট ডায়েরির।
লোকেশন:
একটি সূর্যমুখীর বাগান, অভর-সু-অইস, ফ্রান্স।
স্মিত হাসি মুখে ভিনসেণ্ট
সিক্রেট ডায়েরি খোলার অপেক্ষায়।
এক শত তেত্রিশ বছর আগে
ঠিক এই দিনেই ভিনসেণ্ট
পাথর চাপা দিয়েছিল যে সত্য
আজ তা সত্যের আবগাহনে
নেহাৎ আর্টিফ্যাক্ট।
হেলেন মাই লাভলি হেলেন
ভিনসেণ্টের দীর্ঘশ্বাস!
সেই কবে ছুয়েছি তোমার ওষ্ঠ
পাশাপাশি বসে হাতে রেখে হাত।
হেলেন মাই লাভলি হেলেন
বহুদিন ভালোবাসাহীন
রঙহীন
তুমিহীন
মেঘহীন
হেলান মাই লাভলি হেলেন!
ভিনসেণ্টের দীর্ঘশ্বাস।
এবার ভিনসেণ্টের গন্তব্য স্মৃতিময়তার খেরোখাতা।
সিক্রেট ডায়েরিটি আর খোলা হবেনা।
হয়তো বা আরও একশত তেত্রিশ বছর পর
সাকিল হক নামের কোন এক বোহেমিয়ান
খুঁজে পাবে সেই সিক্রেট ডায়েরি।
চোখের জলে ভিনসেণ্ট যেখানে লিখে গেছে,
হেলেন তাকে মোট পাঁচ বার বলেছে ভালোবাসি
তিন বার কানে কানে
দুবার চিরকুটে।
আরও লেখা আছে
তিনটি বাক্য।
তারাময় রাত
আরলেসের বেডরুম
এবং
The sadness will last forever.
...................................
২৭ নভেম্বর ২০২৩
No comments:
Post a Comment