আমার একটি দেশ আছে
সেই দেশে তুমি থাকো
তাই দেশ নিয়ে আর আলাদা করে কবিতা লেখা হয়না।
আমার একটি সাগর আছে
সেখানে আছে অনন্তকালের জলপ্রবাহ।
তোমার কলকল সুরের মূর্চ্ছনায় যা প্রাণ ফিরে পায়।
আমার একটি পাহাড় আছে
পাহাড়ের উপর সীমাহীন আকাশ
রেখেছি তুলে।
সেখানে মেঘ আছে।
ছোট ছোট মেঘের প্রসাধনে
আমি তোমাকে সাজাই।
আমার একটি করিডোর আছে
ওখানে একটি ছোট টেবিল
আর আছে দুটো চায়ের কাপ।
আমি প্রতিদিন একাই চা পান করি।
সামনে থাকা কাপটি থেকে ধোঁয়া ওঠা দেখি।
আমার একটি ডায়েরি আছে
আর কিছু কলম
প্রতিদিন ভাবি, লিখবো।
শরতের কাশফুল শেষ হয়ে যায়
হেমন্তের পাতা ঝরে যায়
বসন্ত আবার ফিরে আসে
ডায়েরিটি লেখা হয়না।
কারণ, আমার একটি অমসৃণ
জাপিত জীবন।
-------------------------
২ ডিসেম্বর ২০২৩
পেইন্টিং: অমসৃণ জীবন
এক্রেলিক অন ক্যানভাস
যাপিত জীবন
কবিতাটির অডিও শুনতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।
Subscribe to:
Post Comments (Atom)
আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫
দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।
No comments:
Post a Comment