নিমগ্ল চৈতন্যে
হলুদ জোছনা
মনের মাঝে মরাগাং
চৈত্রের খরায় আকন্ঠ পিপাসা
তোমাকে ছুঁতে ভীষণ ইচ্ছে করে
প্রভাত পেরুনো যুবক দুপুরে।
বুকের গভীরে সাদা চেরির বাগান
তবুও
হৃদয় নিরব নিথর ভাষায়
পৃথিবীর তবাত সৌন্দর্য খোঁজে
তোমার চোখের ছলনায়।
বিচ্ছিন্ন এক শূন্যবোধে
চায়ের কাপে চুমুক
অপুর্ব এক শিল্পকলায়
তুমি শুনে যাও
আমার জীবনের
অনবদ্য উপাখ্যান!
------------------------
৩ ডিসেম্বর ২০২৩
Subscribe to:
Post Comments (Atom)
আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫
দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।
No comments:
Post a Comment