প্রাসাদ কন্যা


 











প্রাসাদ কন্যা


পয়ত্রিশ হাজার চল্লিশ দিন পৃথিবী ভ্রমণ শেষে
এবার তোমার ফিরে যাবার সময় হয়েছে।
ফিলিপ তোমার অপেক্ষায় আছে ঠিক সেখানে,
যেখানে তোমার জীবনে প্রথম বসন্ত এসেছিল।
দেখা মাত্রই ফিলিপ তোমার ওষ্ঠে দেবে গভীর চুম্বন আর হাতে তুলে দেবে সফেদ লিলি ফুল।

এখন তুমি ঘাস ফড়িং এর মতই মুক্ত প্রাণ
এখন আর তোমার হ্যান্ড গ্লাভস বা হ্যান্ড ব্যাগের প্রয়োজন নেই।
প্রয়োজন নেই দেহরক্ষীর।
তুমি নগ্ন হাতে পৃথিবী স্পর্শ করতে পারো,
যা তুমি অনাদিকাল থেকে করোনি!
ঝরে পড়া তুষার অনুভব করতে পারো।
টেমস নদীর পাশ দিয়ে হেটে যেতে পারো
কোন আততায়ীর ভয় ছাড়া।
এক কাপ সাধারণ ইংলিশ টি পান করতে পারো।
অথবা গ্লাস অব ওয়াইন। যদিও আমি জানি তোমার পছন্দ শ্যাম্পেইন।

তুমি কি হোয়াইট চ্যাপেল চেনো?
হোয়াইট চ্যাপেল এর কাছেই হ্যাকনিতে আমি থাকতাম।
তখন তোমার প্রাসাদে আমি বহুবার গিয়েছি।
বাস নম্বর আটচল্লিশ। লেস্টার স্কয়ারে নেমে,
ট্রাফালগার স্কয়ার পার হয়ে সুবিশাল একটি লাল সড়ক,
এই লাল সড়কের শেষ মাথাতেই তোমার প্রাসাদ।
তবে সেই প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে তুমি যখন সাদা মানুষ তথা উৎসুক জনতার দিকে হাত তুলতে,
তখন অবশ্যই আমাকে দেখতে পাবার কথা নয়।

মজার বিষয় হলো এখন আমার কাছে আসতেও তোমার কোন বাধা নেই!
আমি এখন ঢাকা নামক একটি শহরে থাকি।
প্রচন্ড গরম আর ট্রাফিক জ্যামের শহর।
এ শহরে তুমি দুবার এসেছিলে। ওটা ছিল তোমার রাজকীয় সফর।
কিন্তু আমার সাথে তোমার ভ্রমণ হবে রিকশায়।
আমি হলফ করে বলতে পারি এটি তোমার জীবনের শ্রেষ্ঠতম ভ্রমণ হবে।

একটি বিষয় লক্ষ্য করেছো?
ফিরে যাবার বিষয়টি কত ভয়ংকর!
ফিরে যাবার সময় মানুষ কতটা অসহায় হয়
কতটা মূল্যহীন হয়!
আমার মত হতচ্ছাড়াও তোমাকে নিয়ে রিকশা ভ্রমণের দুঃসাহস করে!

তুমি কিংবদন্তি।
ফিরে যাও ফিলিপের কাছে।
তোমার রেখে যাওয়া শাসন, যুদ্ধ, সহস্র দিনের উপাখ্যান, নিয়ম, শৃঙ্খলা, কর্গী, তৈলচিত্র, হাজারো রাজহাঁস, তিমি মাছ ইত্যাদি তোমাকে স্মরণ করবে অনন্তকাল।

তুমি কী কোন গোপন সিন্দুক রেখে গেছো?
যা এ পৃথিবীর মানুষ এখনো জানেনা?
যদি রেখে যাও, তার পাসওয়ার্ড কি?
London Bridge is Down!


২১ সেপ্টেম্বর ২০২২ 

#Queen Elizabeth II #hermagesty 

2 comments:

  1. অসাধারণ চমৎকার

    ReplyDelete



আমার প্রথম কাব্যগ্রন্থ নীল মানবের কাব্য I ১০ ফেব্রুয়ারির পর পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর স্টলে I অমর একুশে বইমেলা ২০২৪ নবান্ন প্রকাশনী।। স্টল নং ৪৮৪--৪৮৫

দিয়াশলাই আবিস্কারক জন ওয়াকারের ২৪২তম জন্মবার্ষিকী ২৯ মে ২০২৩। তার প্রতি শ্রদ্ধা জানাতে একজন দিয়াশলাই সংগ্রাহক হিসেবে আমার ছোট্ট প্রয়াস -জন ওয়াকার ও দিয়াশলাই। এটি একটি স্মল সাইজ বা পকেট সাইজ বই। মুলত শিশু কিশোরদের জন্য এই বইটি। তবে যেকোন বয়সের পাঠকদের কাছে বইটি ভালো লাগবে আশা করি। এ বইটি প্রকাশের মূল উদ্দেশ্য, দিয়াশলাই সংগ্রহের মত সুন্দর একটি বিষয়কে সবার সামনে তুলে ধরা। শিশু কিশোরদের ভালো কাজ তথা কোন না কোন সংগ্রহে উদ্বুদ্ধ করা। কারণ শখ ও সংগ্রহ আমাদের আনন্দের পাশাপাশি শিক্ষিতও করে তোলে। জন ওয়াকারের জীবন ও আবিষ্কার এ বইটিতে সচিত্র ভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশিত হবে ২৯ মে ২০২৩ আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন । ধন্যবাদ।